Ajker Patrika

এবি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১২ জুন ২০২৪, ২১: ২১
এবি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো এবি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আজ বুধবার রাজধানীর সেনা মালঞ্চে ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মেও পরিচালিত হয়েছে। 

সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা। 

সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনর্নিয়োগ করা হয়। মো. ফজলুর রহমানকে পরিচালক এবং জনাব রমেন্দ্র নাথ বসাক, এফসিএকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া সভায় জনাব মো. মাকসুদুল হক খান পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন। 

সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৩ গৃহীত হয়। এ ছাড়াও ২০২৪ সালের জন্য এমএম রহমান অ্যান্ড কোম্পানিকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানিকে করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ সময় সর্বসম্মতিক্রমে শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের বিদায়ী বছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন। 

 ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫০১ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৭২ কোটি টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৭ টাকায়। 

উল্লেখ্য, এ বছর এবি ব্যাংক সফল ব্যাংকিং কার্যক্রমের ৪২ বছর পূর্ণ করেছে। সভায় ব্যাংকের এই চার দশকের সঙ্গী সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, পৃষ্ঠপোষক, নীতিনির্ধারক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত