Ajker Patrika

ডলার ব্যবসায়ীরা বেপরোয়া

জয়নাল আবেদীন খান, ঢাকা
ডলার ব্যবসায়ীরা বেপরোয়া

কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে খোলাবাজারে ডলার বিক্রি হয় কম। বৈধ দোকানে এসব ডলারের লেনদেন হয় আরও কম। এর পরিবর্তে এখন ডলার ব্যবসা চলছে এজেন্টনির্ভর ভাসমান প্রক্রিয়ায়। দেদার বেচাকেনা হচ্ছে বিভিন্ন অলিগলি কিংবা হোটেল-রেস্তোরাঁয়।

আর এসব স্পটে ডলার কেনা মানেই বাড়তি দরের গচ্চা। বিক্রিতেও গুনতে হয় কম দর। অন্যদিকে কেউ যদি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে ডলার কিনতে চান, তাহলে বাড়তি প্রাপ্তি হিসেবে জোটে শুধুই ভোগান্তি। এ কারণে অনেকে ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে ভাসমান ডলার ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদামতো দরে ডলার কিনতে বাধ্য হচ্ছেন। মনিটরিং দুর্বলতার সুযোগ নিয়ে এভাবেই প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠেছেন অবৈধ ডলার ব্যবসার এজেন্টরা। সরেজমিন এমন চিত্রই চোখে পড়েছে। 

গতকাল রোববার রাজধানীর মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, পল্টনের বিভিন্ন বৈধ মানি চেঞ্জার্সের আশপাশে অলিগলি এবং হোটেল-রেস্তোরাঁয় আসা-যাওয়ার পথে সাধারণ পথচারী যাঁকেই পাচ্ছেন, ক্রেতা বা বিক্রেতা ভেবে ডলারসহ বৈদেশিক মুদ্রা কেনাবেচার জন্য পথরোধ করতে দেখা গেছে। তাঁদের ভাই, দাদা, মামা, কাকা সম্বোধন করে ডলার, ইউরো, রিয়াল, দিনার, ইয়েন কেনাবেচার প্রস্তাব দিচ্ছেন। যাঁরা আগে থেকে এদের বিষয়ে জানেন না, তাঁদের অনেককে থমকে দাঁড়াতেও দেখা যায়। এরই মধ্যে কেউ কেউ আবার দরদাম জানারও চেষ্টা করছেন। 

দিলকুশার ৬৪ নম্বর হোল্ডিংয়ে ফাস্ট মানি চেঞ্জার্সের পাশের গলিতে মিজানুর নামে এক ব্যক্তি মহিউদ্দিন নামের ক্রেতার কাছে ১২৫ টাকা দরে ২০০ ডলার বিক্রি করেন। পরে মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ডলার বিক্রির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া ১২১ টাকা দরে কোথাও ডলার বিক্রি হয় না। ওটা নামসর্বস্ব টানানো রেট। পাঁচটি মানি চেঞ্জিং পয়েন্ট ঘুরে সময় ও শ্রম দুটোই খুইয়েছি। খামোখা জুতোর তলা ক্ষয় হয়েছে। বাধ্য হয়ে ১২৫ টাকা দরে ডলার কেনা লাগল।’ 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গতকাল রেমিট্যান্স ও আন্তব্যাংক ডলারের রেট ছিল ১২০ টাকা। আর খোলাবাজারের সাঁটানো ক্রয় দর নির্ধারণ করা ছিল না। কিন্তু সর্বোচ্চ বিক্রয় দর ছিল ১২১ টাকা। 

মতিঝিল পাইওনিয়ার এক্সচেঞ্জ হাউসে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, কেনা রেট ১২০ টাকা এবং বেচা রেট ১২১ টাকা। তবে এই রেটে বেলা ৩টা পর্যন্ত কোনো ডলার কেনাবেচার রেকর্ড রাখা নেই তাঁর। 

দেশে ২৩৫টি মানি চেঞ্জার্স কেন্দ্রীয় ব্যাংকের সনদ নিয়েছে। এর বাইরে অবৈধভাবে ব্যবসা করত আরও পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। গত দুই বছরে বিভিন্ন অভিযানে অনিয়মের অভিযোগে ৪২টি বৈধ প্রতিষ্ঠানের সনদ স্থগিত করা হয়। সটকে পড়েছিলেন ডলারের অবৈধ ব্যবসায়ীরা। তবে সম্প্রতি সরকারের পালাবদলের পর ফের রমরমা ব্যবসা করছে কিছু অবৈধ প্রতিষ্ঠান। 

ফকিরাপুলে ডলার বিক্রির জন্য গিয়েছিলেন মনিরুল ইসলাম। তিনি কয়েকটি দোকান ঘুরে বাজার পরিস্থিতি বুঝে পরে তাঁর পূর্বপরিচিত একজনের কাছে একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে স্থানীয় প্রিন্স রেস্তোরাঁয় গিয়ে ১২২ টাকা ৫০ পয়সা দরে ৫০০ ডলার বিক্রি করেন। 

গত ৮ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ও ঋণের সুদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। ওই দিন ডলারের দাম ১১০ টাকা থেকে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করে। পরে তা ১২০ টাকা করা হয়। যার উদ্দেশ্য ছিল ডলারের দর পর্যায়ক্রমে বাজারের ওপর ছেড়ে দিয়ে ডলার-সংকট দূর করা। 

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের বাজার আগের চেয়ে কিছুটা কমেছে। তবে চাহিদামতো ডলার খোলাবাজারে পাওয়া যাচ্ছে না। সরকার বদলের পর বাজার মনিটরিং কিছুটা শিথিল হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছেন অবৈধ ডলার ব্যবসায়ীরা। তাঁদের ধরতে সব সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত