জয়নাল আবেদীন খান, ঢাকা
বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিদেশি ঋণে আগ্রহ কমছে। এতে বিদেশি ঋণের প্রবাহ কমে আসার প্রবণতা লক্ষ করা গেছে। ঋণদাতা দেশগুলোর উচ্চ সুদহার এবং দেশে ব্যবসার অনুকূল পরিবেশ বাধাগ্রস্ত হওয়ায় বিদেশি ঋণ নেওয়া থেকে সরে আসছেন অনেক ব্যবসায়ী। পাশাপাশি দেশের ব্যবসায়ীদের দেওয়া ঋণ নবায়ন করতেও কঠোরতা দেখাচ্ছে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানগুলো, যার ফলে ক্রমেই কমছে বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। ডিসেম্বর শেষে এই ঋণ ছিল ২০ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত বছরের অক্টোবর শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। চলতি বছরের জুন পর্যন্ত ৯ মাসে এই ঋণ কমেছে ৭০৬ মিলিয়ন ডলার বা ৭০ কোটি ৬০ লাখ ডলার। জুন পর্যন্ত মোট বিদেশি ঋণের ১১ দশমিক ৪০ বিলিয়ন স্বল্পমেয়াদি ও ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ।
ব্যাংকাররা বলছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় আন্তর্জাতিক বাজারে সুদের হার সর্বনিম্নে নেমে এসেছিল। এ কারণে ব্যবসায়ীরা দেশের ব্যাংকের তুলনায় বিদেশি উৎস থেকে ঋণ নিতে বেশি আগ্রহী ছিলেন। এখন বিশ্ববাজারে সুদের হার চড়া। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার কয়েক দফায় বাড়িয়েছে। এ কারণে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ইউরোপ-আমেরিকায় বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, দুই বছর ধরে ডলারের তীব্র সংকট চলছে দেশে। অনেক ব্যবসায়ী ও ব্যাংক নির্ধারিত সময়ে বিদেশি ঋণ ও এলসি পরিশোধে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদেশি অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ কমিয়ে আনতে চেয়েছে। অনুরোধ সত্ত্বেও কিছু বিদেশি প্রতিষ্ঠান বেসরকারি খাতের স্বল্পমেয়াদি ঋণ নবায়ন করেনি। এ কারণে বেসরকারি খাতের ঋণ কমে গেছে। চলতি বছর আরও কিছু স্বল্পমেয়াদি অনেক ঋণের মেয়াদ পূর্ণ হবে। বিদেশি প্রতিষ্ঠানগুলো এসব ঋণ নবায়ন না করলে দেশে ডলারের সংকট আরও তীব্র হয়ে উঠবে। পাশাপাশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীদের বিপদ আরও বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি ঋণ ৮২ মিলিয়ন ডলার কমে বকেয়া দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। এপ্রিল-জুন সময়ে দীর্ঘমেয়াদি ঋণ কমলেও স্বল্পমেয়াদি ঋণ প্রায় ৩৫৮ মিলিয়ন ডলার বেড়েছে। ২০২২ সাল শেষে এর বকেয়া ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা চলতি বছরের জুন মাস শেষে ১১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে গেছে। মার্চ প্রান্তিকে এর বকেয়া ছিল ১১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক গত ৮ মে ডলারের দাম ৭ টাকা বাড়ায়, যা দেশের ইতিহাসে এক দিনে টাকার সর্বোচ্চ অবমূল্যায়ন। সর্বশেষ আগস্টে ডলারের দাম আরও ৩ টাকা বাড়িয়ে ১২০ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত দুই বছরে টাকার মান প্রায় ৩৫ শতাংশ কমেছে। অর্থাৎ, ডলারে ঋণ পরিশোধের জন্য একজন গ্রাহককে অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। হয়তো তিনি যখন লোন নিয়েছিলেন, তখন ৮৫ টাকার বিনিময়ে ডলার পাওয়া যেত, অথচ পরিশোধ করতে গিয়ে দেখছেন ডলারের দাম ১১০ টাকায় উঠে গেছে বা তার চেয়েও বেশি।
বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ডলারের দাম বাড়ায় বেশি দরে ঋণ শোধ করতে হচ্ছে উদ্যোক্তাদের। তা ছাড়া নতুন বিনিয়োগের পরিবেশে কিছুটা ঘাটতি ছিল। এতে বেসরকারি উদ্যোক্তারা বিদেশি ঋণ নিতে আগ্রহ কম দেখাচ্ছেন। ভবিষ্যতে ডলারের দর বাড়ার শঙ্কায় নতুন বিদেশি ঋণ থেকে মুখ ফেরাচ্ছেন উদ্যোক্তারা।
বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিদেশি ঋণে আগ্রহ কমছে। এতে বিদেশি ঋণের প্রবাহ কমে আসার প্রবণতা লক্ষ করা গেছে। ঋণদাতা দেশগুলোর উচ্চ সুদহার এবং দেশে ব্যবসার অনুকূল পরিবেশ বাধাগ্রস্ত হওয়ায় বিদেশি ঋণ নেওয়া থেকে সরে আসছেন অনেক ব্যবসায়ী। পাশাপাশি দেশের ব্যবসায়ীদের দেওয়া ঋণ নবায়ন করতেও কঠোরতা দেখাচ্ছে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানগুলো, যার ফলে ক্রমেই কমছে বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। ডিসেম্বর শেষে এই ঋণ ছিল ২০ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত বছরের অক্টোবর শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। চলতি বছরের জুন পর্যন্ত ৯ মাসে এই ঋণ কমেছে ৭০৬ মিলিয়ন ডলার বা ৭০ কোটি ৬০ লাখ ডলার। জুন পর্যন্ত মোট বিদেশি ঋণের ১১ দশমিক ৪০ বিলিয়ন স্বল্পমেয়াদি ও ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ।
ব্যাংকাররা বলছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় আন্তর্জাতিক বাজারে সুদের হার সর্বনিম্নে নেমে এসেছিল। এ কারণে ব্যবসায়ীরা দেশের ব্যাংকের তুলনায় বিদেশি উৎস থেকে ঋণ নিতে বেশি আগ্রহী ছিলেন। এখন বিশ্ববাজারে সুদের হার চড়া। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার কয়েক দফায় বাড়িয়েছে। এ কারণে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ইউরোপ-আমেরিকায় বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, দুই বছর ধরে ডলারের তীব্র সংকট চলছে দেশে। অনেক ব্যবসায়ী ও ব্যাংক নির্ধারিত সময়ে বিদেশি ঋণ ও এলসি পরিশোধে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদেশি অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ কমিয়ে আনতে চেয়েছে। অনুরোধ সত্ত্বেও কিছু বিদেশি প্রতিষ্ঠান বেসরকারি খাতের স্বল্পমেয়াদি ঋণ নবায়ন করেনি। এ কারণে বেসরকারি খাতের ঋণ কমে গেছে। চলতি বছর আরও কিছু স্বল্পমেয়াদি অনেক ঋণের মেয়াদ পূর্ণ হবে। বিদেশি প্রতিষ্ঠানগুলো এসব ঋণ নবায়ন না করলে দেশে ডলারের সংকট আরও তীব্র হয়ে উঠবে। পাশাপাশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীদের বিপদ আরও বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি ঋণ ৮২ মিলিয়ন ডলার কমে বকেয়া দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। এপ্রিল-জুন সময়ে দীর্ঘমেয়াদি ঋণ কমলেও স্বল্পমেয়াদি ঋণ প্রায় ৩৫৮ মিলিয়ন ডলার বেড়েছে। ২০২২ সাল শেষে এর বকেয়া ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা চলতি বছরের জুন মাস শেষে ১১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে গেছে। মার্চ প্রান্তিকে এর বকেয়া ছিল ১১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক গত ৮ মে ডলারের দাম ৭ টাকা বাড়ায়, যা দেশের ইতিহাসে এক দিনে টাকার সর্বোচ্চ অবমূল্যায়ন। সর্বশেষ আগস্টে ডলারের দাম আরও ৩ টাকা বাড়িয়ে ১২০ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত দুই বছরে টাকার মান প্রায় ৩৫ শতাংশ কমেছে। অর্থাৎ, ডলারে ঋণ পরিশোধের জন্য একজন গ্রাহককে অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। হয়তো তিনি যখন লোন নিয়েছিলেন, তখন ৮৫ টাকার বিনিময়ে ডলার পাওয়া যেত, অথচ পরিশোধ করতে গিয়ে দেখছেন ডলারের দাম ১১০ টাকায় উঠে গেছে বা তার চেয়েও বেশি।
বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ডলারের দাম বাড়ায় বেশি দরে ঋণ শোধ করতে হচ্ছে উদ্যোক্তাদের। তা ছাড়া নতুন বিনিয়োগের পরিবেশে কিছুটা ঘাটতি ছিল। এতে বেসরকারি উদ্যোক্তারা বিদেশি ঋণ নিতে আগ্রহ কম দেখাচ্ছেন। ভবিষ্যতে ডলারের দর বাড়ার শঙ্কায় নতুন বিদেশি ঋণ থেকে মুখ ফেরাচ্ছেন উদ্যোক্তারা।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১১ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১৮ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
২১ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে