Ajker Patrika

পেঁয়াজের ঝাঁজ বাড়ছে ভারতে

পেঁয়াজের ঝাঁজ বাড়ছে ভারতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। গতকাল শনিবার দেশটির রাজধানীতে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেশটির পেঁয়াজ ব্যবসায়ীরা সরবরাহের ঘাটতির কথা জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমসের।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দুর্গাপূজার আগে সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপি। কিন্তু তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬০ রুপিতে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ রুপিতে।

দিল্লির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পেঁয়াজের মূল উৎপাদনকেন্দ্র। কিন্তু সেখান থেকে এবার সময়মতো পেঁয়াজ আসছে না। তাই সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। এতে দিল্লি এনসিআরে পেঁয়াজের দাম কয়েক দিনের মধ্যে ৪০ রুপি থেকে বেড়ে ৬০ রুপি হয়েছে।
দিল্লির গাজিপুর সবজি বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ‘পেঁয়াজের ঘাটতির কারণে দাম বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

সুদান: সবুজ স্বর্গে পচে যাচ্ছে খাবার, অন্য পাশে দুর্ভিক্ষে মারা যাচ্ছে শিশু

এলাকার খবর
Loading...