Ajker Patrika

তেল উৎপাদন কমানো অব্যাহত রাখার ঘোষণা সৌদি আরব ও রাশিয়ার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৩: ৪৬
তেল উৎপাদন কমানো অব্যাহত রাখার ঘোষণা সৌদি আরব ও রাশিয়ার

চলতি বছরের শেষ পর্যন্ত তেলের উৎপাদন হ্রাস অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শীর্ষ তেল উৎপাদনকারী দুই দেশ সৌদি আরব ও রাশিয়া। অপরিশোধিত তেলের বাজারে তেলের চাহিদা এবং দাম বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।

সেখানে বলা হয়েছে, দুই দেশই আগামী মাসে তাদের তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্তটি মূল্যায়ন করে দেখবে। উৎপাদন হ্রাস অব্যাহত রাখা হবে কি না বা উৎপাদন আরও কমানো বা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেই মূল্যায়নের ভিত্তিতে।

সৌদি আরব নিশ্চিত করেছে যে দিনপ্রতি ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস অব্যাহত রাখবে তারা। এর ফলে ডিসেম্বরে দিনপ্রতি ৯০ লাখ তেল উৎপাদন করবে সৌদি আরব। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেলের বাজারের স্থিতিশীলতা এবং ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ওপেকসহ তেল উৎপাদনকারী অন্যান্য দেশ সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই এসেছে তেল উৎপাদন হ্রাস অব্যাহত রাখার সিদ্ধান্ত।

সৌদির এই বিবৃতির পর রাশিয়াও চলতি বছরের শেষ পর্যন্ত তাদের তেল উৎপাদন হ্রাস অব্যাহত রাখার কথা জানিয়েছে। মস্কো ঘোষণা দিয়েছে যে, ডিসেম্বরের শেষ পর্যন্ত অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য রপ্তানির ক্ষেত্রে দিনপ্রতি ৩ লাখ ব্যারেল তেল কম উৎপাদন অব্যাহত রাখবে তারা।

তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়া গত বছর থেকেই তেল উৎপাদন সংকুচিত করে আসছে। বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হয়।

গত সেপ্টেম্বরে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি হয়েছিল ৯৮ ডলার। এরপর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে কমতে থাকে তেলের দাম। গত শুক্রবার ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি হয় ৮৫ ডলার।

গত এপ্রিলে ওপেকের কয়েকটি সদস্য দেশ তেলের সরবরাহ সংকুচিত করার লক্ষ্যে ঐকমত্যে পৌঁছায়। এরপর ওপেকের অলিখিত নেতা সৌদি আরব এই সিদ্ধান্তের ভিত্তিতে জুন মাসে প্রথমবারের মতো তেল উৎপাদন হ্রাস করার পদক্ষেপ নেয়। বছরের শেষ পর্যন্ত এই উৎপাদন সংকোচন অব্যাহত রাখা হবে বলে সেপ্টেম্বরে জানায় সৌদি কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত