Ajker Patrika

শ্রম অধিকার বিষয়ে বাইডেনের মেমোরেন্ডাম নিয়ে কোনো চাপ নেই: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২১: ০৫
শ্রম অধিকার বিষয়ে বাইডেনের মেমোরেন্ডাম নিয়ে কোনো চাপ নেই: বাণিজ্য সচিব

শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে নতুন মেমোরেন্ডাম বা স্মারক প্রকাশ করেছে, তার সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এর আওতায় নিষেধাজ্ঞা আরোপের যে নীতি আছে, তা নিয়েও বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 
 
এই বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাইডেন প্রশাসনের মেমোরেন্ডাম বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা যুক্তরাষ্ট্রের সুপারিশ ও উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করছি।’ 

বাণিজ্যসচিব আরও বলেন, শ্রম অধিকার উন্নয়নে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ কাজ করছে সরকার। আর তাই বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই। বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। 

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় না, সেখানে উচ্চ শুল্ক দিয়েই পণ্য রপ্তানি হচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়ন শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। 

‘২০১৩ সালের রানা প্লাজা ধসের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের জিএসপি সুবিধা পাওয়া যেতো। রানা প্লাজা ধসের পর সেটি বন্ধ হয়ে যায়। যে সুবিধা পাওয়া যেত তা খুবই সীমিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত