Ajker Patrika

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন আহসানুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২৩, ২০: ১৭
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন আহসানুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম মারুফ। তিনি মাত্র ২৮ বছর বয়সে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান হওয়ার রেকর্ড গড়েছেন। আহসানুল আলম চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে। আজ সোমবার ব্যাংকটির ৩২৪তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ইসলামী ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহসানুল আলম এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

আহসানুল আলম হাসান আবাসন (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড ও ক্র্যাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দেশের বৃহত্তম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডের পরিচালক। তরুণ শিল্প উদ্যোক্তা আহসানুল আলম তাঁর গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে পরপর দুবার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কৃত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত