নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটে যাওয়া ঘটনা দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচনা ও অংশগ্রহণে কমিশনে যে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, বরং এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। সারা পৃথিবীর কোনো নিয়ন্ত্রক সংস্থায় এমন ন্যক্কারজনক ঘটনা এই প্রথম ঘটেছে বলে তিনি মনে করেন।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের একটি সভায় বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বিএসইসির ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে আজকের সভায় বিএসইসির সবাই একত্রিত হয়েছে। গত ৫ মার্চে সংঘটিত ঘটনা চরম অনভিপ্রেত। কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচনায়, ইন্ধনে ও অংশগ্রহণে তা সংঘটিত হয়েছে। এ ঘটনা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ। এ ঘটনা আমাদের পুঁজিবাজারের জন্য মারাত্মক ক্ষতিকর, যা দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সারা পৃথিবীতে কোনো রেগুলেটরি সংস্থায় এই প্রথম ঘটেছে।’
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, এটি জাতীয় জীবনে চরম দুঃখজনক অধ্যায়। তবে ওই ঘটনায় বিএসইসির সব কর্মকর্তা ও কর্মচারী সম্পৃক্ত নন। অংশগ্রহণকারী অনেকে স্বতঃস্ফূর্তভাবে তাতে যুক্ত হননি—এমনটাই কমিশন বিশ্বাস করে। এ বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সামগ্রিক ঘটনার ব্যাপারে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন এজেন্সিও অবগত আছে। কমিশন কর্তৃক ইতিমধ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের সঙ্গে পুঁজিবাজারসংশ্লিষ্ট সব পক্ষই একাত্মতা প্রকাশ করেছে।
জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা এভাবে চলতে পারে না উল্লেখ করে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। রাশেদ মাকসুদ বলেন, ‘যাঁরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাঁরা বিএসইসির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামী দিনে সবার সহযোগিতায় বিএসইসির কার্যক্রম গতিশীলতার সঙ্গে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।’
উল্লেখ্য, পুঁজিবাজারের ১২টি কোম্পানির বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির কমিশন। ইতিমধ্যে সাতটি কোম্পানির বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এসব তদন্ত প্রতিবেদনে বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদন প্রকাশ না করলেও এর ভিত্তিতে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে কমিশন। এরই ধারাবাহিকতায় ১৫ জন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপরই কর্মকর্তারা একজোট হয়ে গত বুধবার পদত্যাগের দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন।
পরদিন বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন। তবে অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ওই দিনই বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে ১৩ কর্মকর্তাকে গতকাল ও আজ জামিন দিয়েছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেন। এদিকে গতকাল জামিন পাওয়ার পরে আজ পদত্যাগ করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটে যাওয়া ঘটনা দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচনা ও অংশগ্রহণে কমিশনে যে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, বরং এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। সারা পৃথিবীর কোনো নিয়ন্ত্রক সংস্থায় এমন ন্যক্কারজনক ঘটনা এই প্রথম ঘটেছে বলে তিনি মনে করেন।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের একটি সভায় বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বিএসইসির ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে আজকের সভায় বিএসইসির সবাই একত্রিত হয়েছে। গত ৫ মার্চে সংঘটিত ঘটনা চরম অনভিপ্রেত। কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচনায়, ইন্ধনে ও অংশগ্রহণে তা সংঘটিত হয়েছে। এ ঘটনা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ। এ ঘটনা আমাদের পুঁজিবাজারের জন্য মারাত্মক ক্ষতিকর, যা দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সারা পৃথিবীতে কোনো রেগুলেটরি সংস্থায় এই প্রথম ঘটেছে।’
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, এটি জাতীয় জীবনে চরম দুঃখজনক অধ্যায়। তবে ওই ঘটনায় বিএসইসির সব কর্মকর্তা ও কর্মচারী সম্পৃক্ত নন। অংশগ্রহণকারী অনেকে স্বতঃস্ফূর্তভাবে তাতে যুক্ত হননি—এমনটাই কমিশন বিশ্বাস করে। এ বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সামগ্রিক ঘটনার ব্যাপারে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন এজেন্সিও অবগত আছে। কমিশন কর্তৃক ইতিমধ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের সঙ্গে পুঁজিবাজারসংশ্লিষ্ট সব পক্ষই একাত্মতা প্রকাশ করেছে।
জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা এভাবে চলতে পারে না উল্লেখ করে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। রাশেদ মাকসুদ বলেন, ‘যাঁরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাঁরা বিএসইসির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামী দিনে সবার সহযোগিতায় বিএসইসির কার্যক্রম গতিশীলতার সঙ্গে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।’
উল্লেখ্য, পুঁজিবাজারের ১২টি কোম্পানির বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির কমিশন। ইতিমধ্যে সাতটি কোম্পানির বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এসব তদন্ত প্রতিবেদনে বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদন প্রকাশ না করলেও এর ভিত্তিতে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে কমিশন। এরই ধারাবাহিকতায় ১৫ জন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপরই কর্মকর্তারা একজোট হয়ে গত বুধবার পদত্যাগের দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন।
পরদিন বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন। তবে অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ওই দিনই বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে ১৩ কর্মকর্তাকে গতকাল ও আজ জামিন দিয়েছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেন। এদিকে গতকাল জামিন পাওয়ার পরে আজ পদত্যাগ করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম।
সিটিজেনস ব্যাংক ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ মার্চ) ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেঈদ উপলক্ষে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য দারুণ সব অফার নিয়ে এবারের কালেকশন নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। গত শনিবার (৮ মার্চ) রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্টে নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগেপ্রচলিত রীতি মেনে এবার ঈদের আগে নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিবার্য কারণে ঈদের আগে নতুন নোট বাজারের ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে দেশের ব্যাংকগুলো থেকে এবার কোনো নতুন নোট মিলবে না।
৩ ঘণ্টা আগেঋণ থেকে মুক্তির জন্য এক্সিট (বন্ধ) নতুন নীতিমালা প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় খেলাপি গ্রাহকেরা এখন মাত্র ৫ শতাংশ এককালীন পরিশোধ (ডাউন পেমেন্ট) করে তিন বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধের সুযোগ পাবেন। গত ৮ জুলাই জারি করা প্রজ্ঞাপনে...
৩ ঘণ্টা আগে