প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
চলমান লকডাউন পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর থেকেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকদের আগমন বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা হাওর ভ্রমণ করার জন্য নৌকার মাঝিদের সঙ্গে দর-কষাকষি করতে হয়। পর্যটকদের অভিযোগ একটি ছোট নৌকা নিয়েও হাওরে ঘুরতে গেলে ৮ থেকে ১০ হাজার টাকা দিতে হয়। এ ক্ষত্রে মাঝিরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে দাবি পর্যটকদের। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তাহিরপুর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে লিখিতভাবে হাওর ভ্রমণে পর্যটকদের জন্য নৌকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ভাড়া নির্ধারণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাহিরপুর সদর বাজার থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার হয়ে ট্যাকরেঘাট ঘুরে পুনরায় সদর বাজারে ফিরে আসাসহ প্রতিটি ছোট নৌকা ৪ হাজার টাকা, বড় নৌকা ৮ হাজার টাকা এবং বড় স্টিলের নৌকা ১ দিনের জন্য ১২ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল হাসান বলেন, আমরা ৫ থেকে ৬ জন বন্ধু টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছি। বিকেলে নৌকায় উঠে পরদিন সকাল ১০টায় নৌকা থেকে নেমেছি। আমাদের কাছ থেকে শুধু নৌকা ভাড়ার জন্য ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। অথচ বিগত বছরে ৪ হাজার টাকা দিয়ে সারা দিন নৌকায় ভ্রমণ করেছি।
পর্যটক মুক্তাদির আহমেদ বলেন, আমরা ১৫ জন হাওর ভ্রমণে এসেছি। একটি স্টিলের নৌকা ভাড়া নিয়ে সারা দিন ভ্রমণ ও রাত্রিযাপন শেষে পরদিন সকালে তাহিরপুর সদর বাজারে নেমে ২৭ হাজার টাকা ভাড়া দিয়েছি। যা আমাদের অতিরিক্ত বলে মনে হয়েছে।
তাহিরপুর ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে আমরা নৌকা ভাড়া নির্ধারণ করে দিয়েছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, পর্যটকদের ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য নৌকার ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে আমরা খুব শিগগিরই নৌকা ভাড়া নির্ধারণ করে দেব।
চলমান লকডাউন পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর থেকেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকদের আগমন বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা হাওর ভ্রমণ করার জন্য নৌকার মাঝিদের সঙ্গে দর-কষাকষি করতে হয়। পর্যটকদের অভিযোগ একটি ছোট নৌকা নিয়েও হাওরে ঘুরতে গেলে ৮ থেকে ১০ হাজার টাকা দিতে হয়। এ ক্ষত্রে মাঝিরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে দাবি পর্যটকদের। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তাহিরপুর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে লিখিতভাবে হাওর ভ্রমণে পর্যটকদের জন্য নৌকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ভাড়া নির্ধারণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাহিরপুর সদর বাজার থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার হয়ে ট্যাকরেঘাট ঘুরে পুনরায় সদর বাজারে ফিরে আসাসহ প্রতিটি ছোট নৌকা ৪ হাজার টাকা, বড় নৌকা ৮ হাজার টাকা এবং বড় স্টিলের নৌকা ১ দিনের জন্য ১২ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল হাসান বলেন, আমরা ৫ থেকে ৬ জন বন্ধু টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছি। বিকেলে নৌকায় উঠে পরদিন সকাল ১০টায় নৌকা থেকে নেমেছি। আমাদের কাছ থেকে শুধু নৌকা ভাড়ার জন্য ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। অথচ বিগত বছরে ৪ হাজার টাকা দিয়ে সারা দিন নৌকায় ভ্রমণ করেছি।
পর্যটক মুক্তাদির আহমেদ বলেন, আমরা ১৫ জন হাওর ভ্রমণে এসেছি। একটি স্টিলের নৌকা ভাড়া নিয়ে সারা দিন ভ্রমণ ও রাত্রিযাপন শেষে পরদিন সকালে তাহিরপুর সদর বাজারে নেমে ২৭ হাজার টাকা ভাড়া দিয়েছি। যা আমাদের অতিরিক্ত বলে মনে হয়েছে।
তাহিরপুর ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে আমরা নৌকা ভাড়া নির্ধারণ করে দিয়েছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, পর্যটকদের ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য নৌকার ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে আমরা খুব শিগগিরই নৌকা ভাড়া নির্ধারণ করে দেব।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৩ মিনিট আগেগাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর (হেলপার) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেরাফিউর রাব্বি তাঁর স্ট্যাটাসে বলেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই। নারায়ণগঞ্জকে নরক বানিয়ে রাখা শামীম ওসমানকে সরকারের বাহিনী সসস্মানে দেশ থেকে পালাতে সহায়তা করল, তাঁর পরিবারকে বিএনপির নেতারা পালাতে সহায়তা করল আর আইভীকে করা হলো গ্রেপ্তার।’
১৩ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিন উড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
২১ মিনিট আগে