জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ফসলের মাঠজুড়ে এখন দুলছে শুধু ধান আর ধান। ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিকটন।
উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক বেলাল আহমদ বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।
একই গ্রামের আরেক কৃষক সাহাব উদ্দিন বলেন, রোপণের পর বৃষ্টি হওয়াতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ফসলের মাঠজুড়ে এখন দুলছে শুধু ধান আর ধান। ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিকটন।
উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক বেলাল আহমদ বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।
একই গ্রামের আরেক কৃষক সাহাব উদ্দিন বলেন, রোপণের পর বৃষ্টি হওয়াতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে