Ajker Patrika

ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রতিনিধি
ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

গোলাপগঞ্জ (সিলেট): গোলাপগঞ্জে ডোবার পানিতে ডুবে মারিয়া (৬) ও কল্পনা (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউপির ফতেহপুর বন্দরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ফতেহপুর বন্দরপাড়া গ্রামের রিপন আহমদের মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সকালে খেলার জন্য বাড়ির বাইরে যায় মারিয়া ও কল্পনা। দীর্ঘসময় পর বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় তাদের মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে মৃত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত