Ajker Patrika

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত 

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১২: ৪১
Thumbnail image

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও চারজন। আহতদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতদের নাম হনুফা বেগম (৪৫) এবং তাঁর ছেলে শফিকুল ইসলাম (৫)। নিহতদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় করে হনুফা বেগম ছেলেকে নিয়ে সিলেটে যাচ্ছিলেন। দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ ছাড়া অটোরিকশায় থাকা অপর যাত্রীরা গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। 

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজের ২০০ গজ দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত