Ajker Patrika

সহকর্মীর হাতে প্রাণ গেল শ্রমিকের

হবিগঞ্জ প্রতিনিধি
সহকর্মীর হাতে প্রাণ গেল শ্রমিকের

কথা কাটাকাটির একপর্যায়ে নিজ সহকর্মীর হাতে প্রাণ হারালেন সুজন বৈষ্ণব। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ আরএফএল কোম্পানিতে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানায় কাজ করার সময় সুজন বৈষ্ণব এবং মিন্টু মিয়ার মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মিন্টু মিয়া ধারালো ইস্পাত দিয়ে সুজন বৈষ্ণবকে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। ঘটনার পর পর অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কোম্পানির হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে। আটক হওয়া মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে। তাঁরা দুজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

প্রাণ আরএফএল কোম্পানির এইচইআর এডমিন (প্রশাসন) আব্দুল মান্নান জানান, ‘নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করত। রোববার বিকেলে কোন একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা দাঁড়াল একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করে। অন্য সহকর্মীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কোম্পানির নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুর্শেদ আলম জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। তবে কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত