Ajker Patrika

হাতাহাতি ঢাকায়, ঈদের ছুটিতে হবিগঞ্জ ফিরে সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৬: ৪৫
হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে তর্কাতর্কি থেকে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে তর্কাতর্কি থেকে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লোকজন ব্যবসার কারণে ঢাকার মিরপুরে বসবাস করেন। কয়েক দিন আগে সেখানে বিরোধের জেরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদুল ফিতরের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ বিষয়টি নিয়ে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে তর্কাতর্কি থেকে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে তর্কাতর্কি থেকে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী আজকের পত্রিকাকে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত