নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরের কোর্ট পয়েন্টে আজ রোববার দুপুরে পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ হয়। এ ছাড়া নগরের আরও কিছু জায়গায় পুলিশ-ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা ২টার দিকে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
দুপুরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কোর্ট পয়েন্টে আরও কয়েক দফা সংঘর্ষ হয়।
বেলা ১টা থেকে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করার খবর পাওয়া গেছে।
মুহুর্মুহু গুলির শব্দ ও সংঘর্ষের খবরে নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নগরের গুরুত্বপূর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন নগরের কোর্ট পয়েন্টে জড়ো হতে শুরু করেন। এ সময় অনেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন। দুপুর ১২টার দিকে পুলিশ অতর্কিত সেখানে উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। বেলা পৌনে তিন টার দিকে এই প্রতিবেদন লেখার সময় সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
নগর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। বেশির ভাগ বিপণিবিতান ও দোকানপাট খোলেনি। অন্যদিকে নগরের জেলরোড, বারুদখানা, টিলাগড়, কালীবাড়িসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাসের শেলের পাশাপাশি শটগানের গুলিও নিক্ষেপ করে। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠেকাতে সশস্ত্র মহড়া দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বেলা পৌনে ৩টায় আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারীরা কোর্ট পয়েন্টে জড়ো হয়ে জনভোগান্তি তৈরির পাশাপাশি উচ্ছৃঙ্খলতা চালাচ্ছিল। এতে পুলিশ বাধা দিয়েছে। এখন বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে। তবে নাইওরপুল পয়েন্টে থেমে থেমে সংঘর্ষ চলছে।’
সিলেট নগরের কোর্ট পয়েন্টে আজ রোববার দুপুরে পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ হয়। এ ছাড়া নগরের আরও কিছু জায়গায় পুলিশ-ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা ২টার দিকে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
দুপুরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কোর্ট পয়েন্টে আরও কয়েক দফা সংঘর্ষ হয়।
বেলা ১টা থেকে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করার খবর পাওয়া গেছে।
মুহুর্মুহু গুলির শব্দ ও সংঘর্ষের খবরে নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নগরের গুরুত্বপূর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন নগরের কোর্ট পয়েন্টে জড়ো হতে শুরু করেন। এ সময় অনেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন। দুপুর ১২টার দিকে পুলিশ অতর্কিত সেখানে উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। বেলা পৌনে তিন টার দিকে এই প্রতিবেদন লেখার সময় সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
নগর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। বেশির ভাগ বিপণিবিতান ও দোকানপাট খোলেনি। অন্যদিকে নগরের জেলরোড, বারুদখানা, টিলাগড়, কালীবাড়িসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাসের শেলের পাশাপাশি শটগানের গুলিও নিক্ষেপ করে। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠেকাতে সশস্ত্র মহড়া দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বেলা পৌনে ৩টায় আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারীরা কোর্ট পয়েন্টে জড়ো হয়ে জনভোগান্তি তৈরির পাশাপাশি উচ্ছৃঙ্খলতা চালাচ্ছিল। এতে পুলিশ বাধা দিয়েছে। এখন বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে। তবে নাইওরপুল পয়েন্টে থেমে থেমে সংঘর্ষ চলছে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
২ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৩ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৩ ঘণ্টা আগে