নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি এ টি এম তুরাব হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে উপস্থিত আইনজীবী মো. আব্দুর রব। তিনি বলেন, ‘সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি এফআইআর মূলে গ্রহণের আদেশ দিয়েছেন।’
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন, পরির্দশক (তদন্ত) ফজলুর রহমান, এসআই কাজী রিপন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযূষ কান্তি দে, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, শিবলু আহমদ, সেলিম মিয়া, আজহার, ফিরোজ ও উজ্জ্বল।
এর আগে আবুল হাসান মো. আজরফ (জাবুর) তাঁর ভাই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেও পুলিশ এটিকে জিডি হিসেবে গ্রহণ করে।
আদালতে মামলা দায়ের করে আবুল হাসান মো. আজরফ (জাবুর) বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। তাই ন্যায়বিচারের স্বার্থে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।’
গত ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন তুরাব। এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তাঁর শরীরে ৯৮টি স্প্লিন্টার পাওয়া গেছে বলে জানিয়েছিল সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগ।
সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি এ টি এম তুরাব হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে উপস্থিত আইনজীবী মো. আব্দুর রব। তিনি বলেন, ‘সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি এফআইআর মূলে গ্রহণের আদেশ দিয়েছেন।’
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন, পরির্দশক (তদন্ত) ফজলুর রহমান, এসআই কাজী রিপন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযূষ কান্তি দে, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, শিবলু আহমদ, সেলিম মিয়া, আজহার, ফিরোজ ও উজ্জ্বল।
এর আগে আবুল হাসান মো. আজরফ (জাবুর) তাঁর ভাই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেও পুলিশ এটিকে জিডি হিসেবে গ্রহণ করে।
আদালতে মামলা দায়ের করে আবুল হাসান মো. আজরফ (জাবুর) বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। তাই ন্যায়বিচারের স্বার্থে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।’
গত ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন তুরাব। এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তাঁর শরীরে ৯৮টি স্প্লিন্টার পাওয়া গেছে বলে জানিয়েছিল সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগ।
প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গ্রামগুলোর অন্তত ৫ হাজার মানুষ আজ থেকেই রোজা রাখা শুরু করেছেন। মূলত গ্রামগুলোর বাসিন্দাদের যাঁরা শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী, তাঁরা সৌদি...
১৮ মিনিট আগেছকিনার ছেলে সাব্বির আহম্মেদ বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রুবেল বাড়িতে এসে তাঁর মাকে ঘুম থেকে ডেকে তোলেন। তাঁকে ছেড়ে দিয়ে প্রথম স্বামীকে বিয়ে করায় তাঁদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সঙ্গে নিয়ে আসা রামদা দিয়ে কোপানো শুরু করেন। এ সময় তাঁর নানি আনোয়ারা বেগম এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে রুবেল...
৩১ মিনিট আগেসৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানেরা আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। এসব গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
৪০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমীন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে