Ajker Patrika

সিকৃবিতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিকৃবিতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছেলেদের পাঁচটি আবাসিক হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে দা, চাকু, রড, স্টিলের পাইপসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি হলের রুম থেকে ৩০টি হেলমেট, ২০০ টির বেশি রড, ১২০ টির মতো রামদা, ১৫০টি মদের বোতল উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক। 

উদ্ধার করা দেশীয় অস্ত্র-মদের বোতল। ছবি: আজকের পত্রিকা তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেদের ৫টি আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫টি হেলমেট, ৩০টি লম্বা ছুরি, ১০টি ছোট ছুরি ৪০টি খালি মদের বোতল, ১০টি খালি ফেনসিডিল বোতল ও ১৫০টি রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। এগুলো অভিযানকারীরা নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত