Ajker Patrika

সুনামগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ছে দোকান। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ছে দোকান। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন মুজিব মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রাতে রাসেল মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মুদিদোকানি আনসার মিয়া বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি, সব চোখের সামনে পুড়ছে। নতুন দোকান খুলেছিলাম। সব পুড়ে গেছে। ৩ লাখ টাকার মালপত্র ছিল।’

মার্কেটের মালিক মুজিবুর রহমান বলেন, ‘আগুনে ছয়টি দোকানের সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে আসেনি।’

যোগাযোগ করা হলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মুর্শেদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত বের হই; কিন্তু রাস্তার জন্য সেখানে যেতে পারিনি। ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার সামনে থেকে আমাদের ফিরে আসতে হয়। শুনেছি, স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত