Ajker Patrika

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

বিগঞ্জ শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনামুল হাসান সাকিব হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, এনামুল হাসান সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেন তিনি। শহরের আলোচিত ছাত্রনেতা মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় এনামুল হাসান সাকিবের নাম প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন । তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সেনাবাহিনীর সহযোগিতায় সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

১৭ বছর পর সাইফ পাওয়ার টেকের বিদায়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল চালাবে চিটাগং ড্রাইডক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত