Ajker Patrika

অ্যাস্ট্রাজেনেকা নেওয়া এসআইকে দ্বিতীয় ডোজে সিনোফার্মের টিকা দিলেন স্বাস্থ্যকর্মী

প্রতিনিধি, হবিগঞ্জ
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৮: ০২
অ্যাস্ট্রাজেনেকা নেওয়া এসআইকে দ্বিতীয় ডোজে সিনোফার্মের টিকা দিলেন স্বাস্থ্যকর্মী

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌ–পুলিশের এক উপ–পরিদর্শককে (এসআই) কোভিড টিকার দ্বিতীয় ডোজে সিনোফার্মের টিকা দিয়েছেন স্বাস্থ্যকর্মী। অথচ প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়েছিলেন তিনি। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই এসআইয়ের নাম বিদ্যুৎ দাশ। তিনি আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ–ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত। 

এসআই বিদ্যুৎ দাশ জানান, গত ১১ এপ্রিল তিনি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেন। পরে মজুত শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। চার মাস পর গত শুক্রবার (১৩ আগস্ট) তাঁর ফোনে দ্বিতীয় ডোজ নেওয়ার এসএমএস আসে। 

আজ সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ নিতে যান বিদ্যুৎ দাশ। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাঁকে সিনোফার্মের টিকা প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ তাঁর টিকা কার্ড দেখে বুঝতে পারেন তাঁকে অ্যাস্ট্রাজেনেকার স্থলে সিনোফার্মের ভেরোসেল দেওয়া হয়েছে। 

বিদ্যুৎ দাশ বলেন, ‘টিকা নেওয়ার সময় নার্স জোৎস্না বিশ্বাসকে আমি বলেছি, প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। আমাকে যেনো দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডই দেওয়া হয়। এমনকি আমি প্রথম ডোজ নেওয়ার কার্ডও তাঁকে দিয়েছি। কিন্তু পরে কার্ড হাতে নিয়ে দেখি তিনি আমাকে সিনোফার্মের টিকা দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। উনি বলেছেন, পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য।’

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি সিভিল সার্জন অফিসে বিষয়টি অবগত করেছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে, উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর জন্যও বলেছেন তিনি।’ 

জেলা সিভিল সার্জন ডা কেএম মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাকে বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে। আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হবে।’ 

উল্লেখ্য, কয়েকটি দেশে কোভিড টিকার মিশ্র ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জার্মানি অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের সঙ্গে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মিশ্র ডোজ নিয়েছেন। গবেষণায়ও দেখা গেছে, মিশ্র ডোজে টিকার কার্যকারিতা বাড়ে। বাংলাদেশও বিষয়টি বিবেচনা করছে। তবে অনুমোদন দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত