রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
৯ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
২৫ মিনিট আগেলক্ষ্মীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় ধর্ষণের এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে