Ajker Patrika

শাল্লায় চিকিৎসককে ‘দেখে নেওয়ার’ হুমকি, চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল আকরাম। রোববার দিবাগত রাত ১২টায় শাল্লা থানায় এই জিডি করেন তিনি। 

জিডি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটি আবাসিক চিকিৎসকের মোবাইলে ফোন দিয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি শাল্লা হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের পক্ষ নিয়ে আবাসিক মেডিকেল কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন। 

এর মধ্যে এই হুমকি দেওয়ার একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিও রেকর্ডে চেয়ারম্যান আব্দুস ছাত্তার আবাসিক মেডিকেল কর্মকর্তাকে শাসিয়ে বলেন, ‘ওই মহিলাকে আমরা চাচ্ছি। আপনি কেন বেশি বাড়াবাড়ি করছেন। আপনার যদি ভালো না লাগে শাল্লা থেকে চলে যান। তবুও ওই মহিলার বিরুদ্ধে কথা বলা যাবে না। আর যদি বলেন তাহলে কাল আসছি হাসপাতালে আপনাকে দেখে নেব।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার শাল্লায় যোগদানের পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি করেছেন। কোভিড ১৯ স্বেচ্ছাসেবীদের ৮ লাখ ৮২ হাজার টাকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় সত্যতা পান। এরপর থেকেই হাসপাতালের চিকিৎসকদের কোনো কারণ ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দেন সেলিনা। আর এসবের প্রতিবাদ করাতেই স্বাস্থ্য কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তারকে দিয়ে এই হুমকি দিয়েছেন বলে জানান ডা. রবিউল আকরাম। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ডা. রবিউল আকরাম জিডি করেছেন। জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত