সিলেট প্রতিনিধি
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
যাত্রাবিরতিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতা–কর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।
বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এই ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর বেগম জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।
মো. শাহনেওয়াজ মজুমদার আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণের প্রস্তাব দিয়েছিল বিমান। কিন্তু যাত্রীদের কষ্টের কথা ভেবে বেগম খালেদা জিয়া বিমানের এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে বিমানটি যথারীতি সিলেটে ট্রানজিট দিয়ে ঢাকায় যাবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশনেত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, কোকো সাহেবের সহধর্মিণীসহ চিকিৎসকেরা। এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।’
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
যাত্রাবিরতিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতা–কর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।
বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এই ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর বেগম জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।
মো. শাহনেওয়াজ মজুমদার আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণের প্রস্তাব দিয়েছিল বিমান। কিন্তু যাত্রীদের কষ্টের কথা ভেবে বেগম খালেদা জিয়া বিমানের এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে বিমানটি যথারীতি সিলেটে ট্রানজিট দিয়ে ঢাকায় যাবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশনেত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, কোকো সাহেবের সহধর্মিণীসহ চিকিৎসকেরা। এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।’
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
১৪ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে