Ajker Patrika

সীমান্তের শূন্য রেখায় যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩: ১৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।

গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তিনি চা বাগানে কাজ করতেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্য রেখার জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের পরিবারের দাবি, অসাবধানতাবশত সীমান্তের শূন্য রেখার কাছে গেলে গোপাল বাক্তিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গোপালের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

নিহত গোপাল বাক্তির সঙ্গে থাকা শ্রমিকদের বরাত দিয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ বলেন, ‘গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন। ভয়ে, তারা মুখ খুলেনি।’

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত