কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।
গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তিনি চা বাগানে কাজ করতেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্য রেখার জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের দাবি, অসাবধানতাবশত সীমান্তের শূন্য রেখার কাছে গেলে গোপাল বাক্তিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গোপালের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
নিহত গোপাল বাক্তির সঙ্গে থাকা শ্রমিকদের বরাত দিয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ বলেন, ‘গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন। ভয়ে, তারা মুখ খুলেনি।’
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।
গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তিনি চা বাগানে কাজ করতেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্য রেখার জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের দাবি, অসাবধানতাবশত সীমান্তের শূন্য রেখার কাছে গেলে গোপাল বাক্তিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গোপালের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
নিহত গোপাল বাক্তির সঙ্গে থাকা শ্রমিকদের বরাত দিয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ বলেন, ‘গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন। ভয়ে, তারা মুখ খুলেনি।’
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
৩১ মিনিট আগেপবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেশিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে‘আগে মশা বেড়ে গেলে কাউন্সিলর অফিসে গিয়ে অভিযোগ করতাম। কিছু না হলেও স্প্রে করত। কিন্তু এখন কিছুই দেখি না। যেখানে অভিযোগ করব, সেই কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। কাউন্সিলর অফিসে গিয়ে শুনলাম,
১ ঘণ্টা আগে