Ajker Patrika

হবিগঞ্জে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮

হবিগঞ্জ প্রতিনিধি   
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০: ২৩
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যান। ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামালসহ ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আটজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত