Ajker Patrika

সিলেটে জাল ভোট: প্রিসাইডিং অফিসারসহ ২ জনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে জাল ভোট: প্রিসাইডিং অফিসারসহ ২ জনকে প্রত্যাহার

সিলেট সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত হওয়ার আড়াই ঘণ্টা পর কেন্দ্রটি চালু করা হয়েছে। তবে বিকেল সাড়ে ৩টায় চালুর সময় ওই কেন্দ্রে কোনো ভোটার উপস্থিত ছিলেন না, জাল ভোট বাতিল না করলে ভোট দেবেন না বলে জানান তাঁরা। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ কুমার দত্ত ও সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দলদলি চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার সাংবাদিকদের বলেন, ‘ওইখানে কিছু সমস্যার হয়েছে। আমরা সমাধান করার চেষ্টা করছি।’

এই কেন্দ্রের ভোটার ডেনি নায়েক বলেন, ‘এই কেন্দ্রে যেসব ভোট পড়ছে, এগুলো জ্বালানোর পর আমরা নতুন করে ভোট দেব। কারণ হলো, ভোট পড়ছে ২০০। আর জাল ভোট পড়ছে ৪০০। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে ভোট বন্ধ রয়েছে।’

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, ‘স্যারেরা আসতেছেন, ওনারা আসার পর বলবেন। এর বেশি আমি কিছু বলতে পারব না। এই কেন্দ্রের মোট ভোটার ১১৮৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ৩৮০টি ভোট পড়েছিল।’

এই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের টিএসআই শাহিন কবির বলেন, ‘বেলা ২টা থেকে কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

খবর পেয়ে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সিলেট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত ও একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রে এসে শুনেছি এখানে কিছু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য দুটি ব্যালট বইয়ের জাল দেওয়া পেপারগুলো বাতিল করা হয়েছে। এখন এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।’

কেন্দ্র সূত্রে জানা গেছে, দুটি বইয়ের ১০৫টি ব্যালটে চেয়ারম্যান পদে কাপ–পিরিচ প্রতীকে জাল ভোট দিয়েছেন জেলা ছাত্রলীগের কর্মীরা।

এ ছাড়া খাদিমনপাড়ার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি জাল ভোট দেওয়া, প্রফুল্লপাত্র প্রাথমিক বিদ্যালয়, বিআরডিটিআই প্রাথমিক বিদ্যালয়, ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত