নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত হওয়ার আড়াই ঘণ্টা পর কেন্দ্রটি চালু করা হয়েছে। তবে বিকেল সাড়ে ৩টায় চালুর সময় ওই কেন্দ্রে কোনো ভোটার উপস্থিত ছিলেন না, জাল ভোট বাতিল না করলে ভোট দেবেন না বলে জানান তাঁরা। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ কুমার দত্ত ও সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দলদলি চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার সাংবাদিকদের বলেন, ‘ওইখানে কিছু সমস্যার হয়েছে। আমরা সমাধান করার চেষ্টা করছি।’
এই কেন্দ্রের ভোটার ডেনি নায়েক বলেন, ‘এই কেন্দ্রে যেসব ভোট পড়ছে, এগুলো জ্বালানোর পর আমরা নতুন করে ভোট দেব। কারণ হলো, ভোট পড়ছে ২০০। আর জাল ভোট পড়ছে ৪০০। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে ভোট বন্ধ রয়েছে।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, ‘স্যারেরা আসতেছেন, ওনারা আসার পর বলবেন। এর বেশি আমি কিছু বলতে পারব না। এই কেন্দ্রের মোট ভোটার ১১৮৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ৩৮০টি ভোট পড়েছিল।’
এই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের টিএসআই শাহিন কবির বলেন, ‘বেলা ২টা থেকে কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।’
খবর পেয়ে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সিলেট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত ও একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রে এসে শুনেছি এখানে কিছু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য দুটি ব্যালট বইয়ের জাল দেওয়া পেপারগুলো বাতিল করা হয়েছে। এখন এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।’
কেন্দ্র সূত্রে জানা গেছে, দুটি বইয়ের ১০৫টি ব্যালটে চেয়ারম্যান পদে কাপ–পিরিচ প্রতীকে জাল ভোট দিয়েছেন জেলা ছাত্রলীগের কর্মীরা।
এ ছাড়া খাদিমনপাড়ার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি জাল ভোট দেওয়া, প্রফুল্লপাত্র প্রাথমিক বিদ্যালয়, বিআরডিটিআই প্রাথমিক বিদ্যালয়, ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত হওয়ার আড়াই ঘণ্টা পর কেন্দ্রটি চালু করা হয়েছে। তবে বিকেল সাড়ে ৩টায় চালুর সময় ওই কেন্দ্রে কোনো ভোটার উপস্থিত ছিলেন না, জাল ভোট বাতিল না করলে ভোট দেবেন না বলে জানান তাঁরা। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ কুমার দত্ত ও সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দলদলি চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার সাংবাদিকদের বলেন, ‘ওইখানে কিছু সমস্যার হয়েছে। আমরা সমাধান করার চেষ্টা করছি।’
এই কেন্দ্রের ভোটার ডেনি নায়েক বলেন, ‘এই কেন্দ্রে যেসব ভোট পড়ছে, এগুলো জ্বালানোর পর আমরা নতুন করে ভোট দেব। কারণ হলো, ভোট পড়ছে ২০০। আর জাল ভোট পড়ছে ৪০০। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে ভোট বন্ধ রয়েছে।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, ‘স্যারেরা আসতেছেন, ওনারা আসার পর বলবেন। এর বেশি আমি কিছু বলতে পারব না। এই কেন্দ্রের মোট ভোটার ১১৮৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ৩৮০টি ভোট পড়েছিল।’
এই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের টিএসআই শাহিন কবির বলেন, ‘বেলা ২টা থেকে কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।’
খবর পেয়ে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সিলেট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত ও একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রে এসে শুনেছি এখানে কিছু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য দুটি ব্যালট বইয়ের জাল দেওয়া পেপারগুলো বাতিল করা হয়েছে। এখন এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।’
কেন্দ্র সূত্রে জানা গেছে, দুটি বইয়ের ১০৫টি ব্যালটে চেয়ারম্যান পদে কাপ–পিরিচ প্রতীকে জাল ভোট দিয়েছেন জেলা ছাত্রলীগের কর্মীরা।
এ ছাড়া খাদিমনপাড়ার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি জাল ভোট দেওয়া, প্রফুল্লপাত্র প্রাথমিক বিদ্যালয়, বিআরডিটিআই প্রাথমিক বিদ্যালয়, ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১০ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১৩ মিনিট আগেবৃষ্টি হলেই সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি ওঠে। এতে জলজটে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিবছরই শতকোটি টাকার বাজেট নিয়ে বিভিন্ন খাল উদ্ধার, খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে সিলেট সিটি করপোরেশন...
১৮ মিনিট আগে