Ajker Patrika

হবিগঞ্জে সড়কে ৪ প্রাণহানি: পরিবারসহ ইটভাটার ১৬ শ্রমিক নিয়ে ফিরছিল পিকআপটি

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের মাধবপুরে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ১২ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হতাহত ব্যক্তিরা ইটভাটার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য। তাঁরা মুন্সিগঞ্জে একটি ইটভাটায় কাজ শেষে পিকআপ ভ্যানে করে সিলেটে ফিরছিলেন। পিকআপ ভ্যানটিতে ১৬-১৭ জন যাত্রী ছিল। হতাহত ব্যক্তিরা তিনটি পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ছাড়া পিকআপ ভ্যানের চালকের সহকারীও মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চমকপুরের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০)। ঘটনাস্থল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি।

আহত ব্যক্তিরা হলেন বানিয়াচংয়ের বাঘাতা গ্রামের রওশন আলীর স্ত্রী পরশ বানু, ছোট ছেলে রিয়ান, মেজ ছেলে আরশাদ আলী, বড় ছেলে শাহীন মিয়া, শাহীন মিয়ার স্ত্রী রেশমা, শাহীন মিয়ার দুই শিশুসন্তান তাকরিম ও সালমান; চমকপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী রুজিনা বেগম, তাসলিমা, সোহাগ মিয়ার স্ত্রী আছমা, ছেলে তামিম ও নবীগঞ্জের জালাল মিয়ার ছেলে কামরুল (৯)।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী একটি ট্রাক ও সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় শিশুসহ ১২ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁরা মুন্সিগঞ্জে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পিকআপ ভ্যানে করে তাঁরা বাড়িতে ফিরছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। শিশুসহ ১২ জন আহত হয়েছে। লাশ থানায় আছে। তাঁদের স্বজনেরা এসেছেন। আলাপ-আলোচনা করে লাশ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত