সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও দশজন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিল–মে মাসে একজন করে শনাক্ত হন। জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৯ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে তিনজন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটে ডেঙ্গু সংক্রমণ অনেকটা কম আছে। ঢাকাগামী লোকের গমনাগমন ঘটে বলে হবিগঞ্জের লাখাইয়ে সংক্রমণটা বেশি। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে সচেতনতা বাড়ানোয় এর মাত্রা দিনদিন কমে আসছে।’
তিনি বলেন, ‘সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব ধরনের স্যালাইন ও ওষুধপত্র রয়েছে।’ আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ারও আহ্বান জানান তিনি বলেন, এতে করে তার দ্বারা অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না বলে জানান তিনি।
সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও দশজন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিল–মে মাসে একজন করে শনাক্ত হন। জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৯ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে তিনজন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটে ডেঙ্গু সংক্রমণ অনেকটা কম আছে। ঢাকাগামী লোকের গমনাগমন ঘটে বলে হবিগঞ্জের লাখাইয়ে সংক্রমণটা বেশি। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে সচেতনতা বাড়ানোয় এর মাত্রা দিনদিন কমে আসছে।’
তিনি বলেন, ‘সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব ধরনের স্যালাইন ও ওষুধপত্র রয়েছে।’ আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ারও আহ্বান জানান তিনি বলেন, এতে করে তার দ্বারা অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না বলে জানান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে