Ajker Patrika

সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও দশজন রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিল–মে মাসে একজন করে শনাক্ত হন। জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। 

ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৯ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে তিনজন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটে ডেঙ্গু সংক্রমণ অনেকটা কম আছে। ঢাকাগামী লোকের গমনাগমন ঘটে বলে হবিগঞ্জের লাখাইয়ে সংক্রমণটা বেশি। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে সচেতনতা বাড়ানোয় এর মাত্রা দিনদিন কমে আসছে।’ 

 তিনি বলেন, ‘সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব ধরনের স্যালাইন ও ওষুধপত্র রয়েছে।’ আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ারও আহ্বান জানান তিনি বলেন, এতে করে তার দ্বারা অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত