Ajker Patrika

বড়লেখায় গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫: ৩১
বড়লেখায় গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় জিপগাড়ির ধাক্কায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাব্বির তালিমপুর এলাকার আতাউর রহমানের ছেলে ও তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাব্বির হোসেন মক্তব থেকে বাড়ি ফিরছিল। চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় বারইগ্রামগামী কালো রঙের একটি জিপগাড়ি সাব্বিরকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটিকে ধাক্কা দিয়ে জিপগাড়ির চালক দ্রুত পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ছেলেটির পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। অনুমতি পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত