Ajker Patrika

সাতছড়ি জাতীয় উদ্যানে সাহিত্য উৎসব বন্ধে চিঠি 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সাতছড়ি জাতীয় উদ্যানে সাহিত্য উৎসব বন্ধে চিঠি 

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সাহিত্য উৎসবের অনুষ্ঠান বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আজ সোমবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।

এতে বলা হয়েছে ‘আমরা সম্প্রতি শব্দকথা প্রকাশনের একটি প্রচারণা থেকে অবগত হয়েছি, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৩’ আয়োজন করা হয়েছে। যা আগামী ৩ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে। নাচ, গান, পুথি পাঠসহ অন্যান্য আয়োজন যা সাহিত্য উৎসবের নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও উল্লেখ করা হয়েছে, এ জন্য এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এসব আয়োজনে স্বাভাবিকভাবেই একটি প্রাকৃতিক বন এবং (সাতছড়ি জাতীয় উদ্যানে বসবাসকারী) বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম দেশে প্রচলিত ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন) আইন-২০১২’ এর পরিপন্থী। তাই সাতছড়ি জাতীয় উদ্যানের অভ্যন্তরে এ ধরনের আয়োজন বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘সাতছড়ি জাতীয় উদ্যানে যে সাহিত্য উৎসব করবে সেটাই আমাকে জানানো হয়নি। যাই হোক বিষয়টি আমাদের নজরে এসেছে। উদ্যানটি মৌলভীবাজার বন বিভাগের অধীনে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা অনুমতি দেয়নি। আয়োজকেরা অন্যত্র জায়গা খুঁজছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত