জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে একটি বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক বাসিদুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তি সেনাবাহিনীর বরখাস্ত হওয়া সদস্য। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামে। তাঁর সহযোগী হিসেবে হামিদা বেগম (৪০) নামের এক নারীকেও আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের হামিদা বেগমের স্বামী পরিচয়ে একটি বাড়িতে কয়েক দিন ধরে বসবাস করছিলেন। হামিদার পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। বাসিদুর মেজর পরিচয় দিয়ে হামিদাদের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়।
এলাকাবাসী সেনাক্যাম্পে বিষয়টি জানালে সোমবার সকাল ১০টায় সেনাক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে বাসিদুর ও হামিদাকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র্যাব-৯ লেখাসংবলিত একটি ক্রেস্ট, দা, ছুরি, চাকু প্রভৃতি উদ্ধার করা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট করপোরাল হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছুটিতে এসে পলাতক হন। পরে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ভুয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে একটি বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক বাসিদুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তি সেনাবাহিনীর বরখাস্ত হওয়া সদস্য। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামে। তাঁর সহযোগী হিসেবে হামিদা বেগম (৪০) নামের এক নারীকেও আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের হামিদা বেগমের স্বামী পরিচয়ে একটি বাড়িতে কয়েক দিন ধরে বসবাস করছিলেন। হামিদার পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। বাসিদুর মেজর পরিচয় দিয়ে হামিদাদের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়।
এলাকাবাসী সেনাক্যাম্পে বিষয়টি জানালে সোমবার সকাল ১০টায় সেনাক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে বাসিদুর ও হামিদাকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র্যাব-৯ লেখাসংবলিত একটি ক্রেস্ট, দা, ছুরি, চাকু প্রভৃতি উদ্ধার করা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট করপোরাল হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছুটিতে এসে পলাতক হন। পরে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ভুয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় তিন কেজি শুকনা গাঁজা ও ৯ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) রাতে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াগাঁও গ্রামে ওই দম্পতির নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেসোমবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওষুধ, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খুলতে শুরু করেছে। তবে কেউ কেউ এখনো পুলিশি তৎপরতায় উদ্বিগ্ন হয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সাহস পাচ্ছেন না।
১২ মিনিট আগেএ সময় হোটেলের মালিক মানিক মাঝি—যিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি এবং ম্যানেজারকে আটক করা হয়। রাতেই তাঁদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
১৯ মিনিট আগেগতকাল রোববার বেলা ৩টায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।
২৩ মিনিট আগে