Ajker Patrika

রাজধানীতে দিনদুপুরে ডাকাতি, দুই সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‎রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তাসহ চারজন আটক হয়েছেন।

গতকাল রোববার বেলা ৩টায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।

ওসি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তারা ওই বাসায় যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাই অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ‎

‎পুলিশ জানিয়েছে, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরালসহ মোট পাঁচজন আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তাঁরা। তখন তাঁদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়। গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়। সেসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে সেনাবাহিনী। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত