Ajker Patrika

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

সিলেট প্রতিনিধি
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

সিলেটে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের টুকেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম রুবেল আহমদ (১৯)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার পূর্বভাগের রফিক আহমদের ছেলে। আহত মাসুক মিয়া ওই এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, এই ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ইফতারের আগে নগরের টুকেরগাও এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর চালক মাসুক মিয়া গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেলের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। 

রুবেল আহমদের চাচা হান্নান মিয়া জানান, চলতি মাসের ১৮ তারিখে রুবেলের কাতার যাওয়ার কথা ছিল। রুবেল দেশে রাজমিস্ত্রি জোগালি (সহযোগী) হিসেবে কাজ করত। মাসুক মিয়া সিলেটে রাজমিস্ত্রির কাজের জন্য রুবেল আহমদকে সঙ্গে আনেন। কিন্তু রুবেলের বাবা তাকে বিদেশ যাওয়ার আগে এ কাজ করতে আসতে নিষেধ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত