Ajker Patrika

ছাতকে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩ 

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৭
ছাতকে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩ 

সুনামগঞ্জের ছাতকে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি পিকআপ গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকের জাউবাজার ইউনিয়নের বড়কাঁপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন পিকআপের চালকসহ আরও তিন জন। ছাতক জয়কলস হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ কবির বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে পিকআপ ভ্যানে করে ছাতক হয়ে সিলেটে মাছ নিয়ে যাচ্ছিলেন এই মাছ ব্যবসায়ীরা। উপজেলার বড়কাঁপন এলাকায় পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটির। ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেলে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। 

ছাতক জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির বলেন, জাউয়াবাজারে যাওয়ার পথে বড়কাঁপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া পিকআপের চালকসহ আহত তিন জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত