Ajker Patrika

সিলেটে সেতুতে থাকা লোহার বারে আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু 

সিলেট প্রতিনিধি
সিলেটে সেতুতে থাকা লোহার বারে আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু 

সিলেটে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিলেট নগরের কাজিরবাজার সেতুতে এ ঘটনা ঘটে। 

মৃত শ্রমিকের নাম রায়হান আহমদ (১৮)। সিলেটের এয়ারপোর্ট থানার রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রায়হান ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করত। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকে সহকারী হিসেবে ছিলেন তিনি। ট্রাকটি কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিল। কাজিরবাজারে ব্রিজে ট্রাকটি উঠতে গেলে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারের সঙ্গে রায়হানের মুখে মারাত্মক আঘাত লাগে। এ সময় তার মুখ থেঁতলে যায়। ট্রাকচালক ও অন্য সহযোগীরা এ সময় তাকে একটি অ্যাম্বুলেন্সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, সে ট্রাকে সহযোগীর কাজ করত। কাজির বাজার সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাত পেয়ে সে মারা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত