Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়কের জামিন

সিলেট প্রতিনিধি
আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন পুলিশের গ্রেপ্তারের ১০ ঘণ্টা পরে জামিন পেয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে এ দিন বেলা ৩টার দিকে তাঁর জামিন হয়।

আজ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক ছগির আহমদ তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে আক্তার হোসেনকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়।

আকতার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নাগরিক পার্টির ইফতার মাহফিলের মারামারির ঘটনায় গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই মামলা করেন। সেই মামলার ৩ নম্বর আসামি আক্তার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত