Ajker Patrika

কমলগঞ্জে নৌকা প্রতীক না পেয়ে মিষ্টি বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে নৌকা প্রতীক না পেয়ে মিষ্টি বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জুয়েল আহমদ দলীয় মনোনয়ন না পেয়ে মিষ্টি মুখ করেছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা সেটি আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন বলে জানা গেছে। 

গতকাল রোববার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নে যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুলের নাম প্রকাশ করে। এ সিদ্ধান্ত জানার পর স্থানীয় শমশেরনগর বাজারের একটি দোকানে কয়েকজনকে নিয়ে মিষ্টি খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেন বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল আহমদ। 

জানা যায়, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুয়েল আহমদ নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করেন। 

এ বিষয়ে জুয়েল আহমদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দলীয় মনোনয়ন না পেলেও আমি হতাশ নয়। স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের আস্থা ও ভালোবাসার কথা চিন্তা করে আমি নির্বাচনে অংশ নেব। 

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচকে সামনে রেখে শমশেরনগর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পাঁচজন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগ কাছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত