Ajker Patrika

সুনামগঞ্জে বন্ধুর ছুরিতে বন্ধু খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১২: ১৩
সুনামগঞ্জে বন্ধুর ছুরিতে বন্ধু খুন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন আরেক বন্ধু। রোববার বেলা সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাস স্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ নামক টাইলস দোকানের ব্যবস্থাপক নয়নকে (২৪) এলোপাতাড়ি ভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শান্তিগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬) নামের দুই ভাইকে। 

নিহত নয়ন সুনামগঞ্জ পৌর এলাকার বড়পাড়া এলাকার কাউসার আলমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে রোহান তাঁর সঙ্গে অন্য একজনকে সঙ্গে করে নয়নের দোকানে আড্ডা দিতে যায়। পরে একপর্যায়ে রোহান নয়নকে তাঁদের নাশতা খাওয়াতে বলে। পরে নয়ন একপর্যায়ে বলে ওঠে, ‘তোর সঙ্গে যাকে নিয়ে এসেছিস সে ভালো লোক নয়।’ এ নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। এর একপর্যায়ে রোহান বলে ওঠে তোর কাছে আমি আগের ৪২০ পাই সে টাকা দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। এর জেরে রোহান ধারালো ছুরি নিয়ে কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ভেতরে রোহান ও তার ভাই রেজওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। 

পরে স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যান তিনি। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত