Ajker Patrika

তাহিরপুরে অযত্ন-অবহেলায় নষ্ট প্রধানমন্ত্রীর দেওয়া নৌ-অ্যাম্বুলেন্স

প্রতিনিধি
তাহিরপুরে অযত্ন-অবহেলায় নষ্ট প্রধানমন্ত্রীর দেওয়া নৌ-অ্যাম্বুলেন্স

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে পড়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ-অ্যাম্বুলেন্স। তাহিরপুরের হাওর পাড়ের লোকজনের জরুরি স্বাস্থ্যসেবার জন্য এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। কিন্তু তা হাওরাঞ্চলের রোগীদের জন্য একদিনও ব্যবহার করা হয়নি। বর্তমানে তা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে অচল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন একেবারেই বিকল হয়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাহিরপুরের আড়াই লক্ষাধিক মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রায় দশ বছর আগে এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল।

উপজেলা সদরের গোবিন্দশ্রী গ্রামের শনি হাওরপাড়ের কৃষক সেলিম আখঞ্জী বলেন, 'নৌ অ্যাম্বুলেন্সটি দেওয়ার পর থেকেই বছরের পর বছর কখনো নদীতে কখনো পুকুরে, কখনো নদীপাড়ে শুকনা জায়গায় দেখে আসছি। শুধুমাত্র অযত্ন আর অবহেলায় অ্যাম্বুলেন্সটি এখন অকেজো হয়ে পড়ে আছে।'

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। এ জন্য অনেক কিছুই আমার অজানা। তবে নৌ-অ্যাম্বুলেন্সটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত