প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে গরুর হাট বসানোয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রোববার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজারে এ সাপ্তাহিক পশুর হাট বসেছিল। খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাটটি ভেঙে দেন। সেই সঙ্গে হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিন জনকে বিভিন্ন অঙ্কে জরিমানাও করেন।
জানা যায়, উপজেলার টেংরাবাজারে প্রতি রোববার পশুর হাট বসে। বিধিনিষেধের মধ্যেও সেখানে নিয়মিত পশুর হাট বসছিল। আজ সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকেন।
হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাট বসানোর দায় স্বীকার করে বলেন, আমি এক বছরের জন্য ১ কোটি ৪ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। সরকার লিখিতভাবে হাট বন্ধ করার জন্য আমাকে কোনো নোটিশ করেনি। তাহলে কেন হাট বন্ধ রাখবো? লিখিত নির্দেশ ছাড়া হাট বন্ধ করে আমার প্রতি অবিচার করা হয়েছে বলে আমি মনে করি।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাট যাতে না বসে সে বিষয়ে হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে গরুর হাট বসানোয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রোববার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজারে এ সাপ্তাহিক পশুর হাট বসেছিল। খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাটটি ভেঙে দেন। সেই সঙ্গে হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিন জনকে বিভিন্ন অঙ্কে জরিমানাও করেন।
জানা যায়, উপজেলার টেংরাবাজারে প্রতি রোববার পশুর হাট বসে। বিধিনিষেধের মধ্যেও সেখানে নিয়মিত পশুর হাট বসছিল। আজ সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকেন।
হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাট বসানোর দায় স্বীকার করে বলেন, আমি এক বছরের জন্য ১ কোটি ৪ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। সরকার লিখিতভাবে হাট বন্ধ করার জন্য আমাকে কোনো নোটিশ করেনি। তাহলে কেন হাট বন্ধ রাখবো? লিখিত নির্দেশ ছাড়া হাট বন্ধ করে আমার প্রতি অবিচার করা হয়েছে বলে আমি মনে করি।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাট যাতে না বসে সে বিষয়ে হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি একটি ধানখেতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সমাবেশ চলাকালীন নগরবাসীকে বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামো
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।
১৫ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
১৭ মিনিট আগে