Ajker Patrika

সিলেটে ৮ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে ৮ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মো. মহরম আলীর ছেলে মো. রুমেল হোসেন (২১), সিলেটের দক্ষিণ সুরমার কুটি মিয়ার ছেলে পারভেজ আহমদ পাবেল (২২), জালালাবাদ থানার মকদ্দস আলীর ছেলে শরীফ (২৭), সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), শাহপরান (রহ.) থানার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কোতোয়ালি থানার মোশারফ হোসেনের ছেলে মো. মামুন (২০) ও আবুল হাসেমের ছেলে নাছির উদ্দিন (২৫)।

পুলিশ জানায়, গত ৪৮ ঘণ্টায় কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা চিহ্নিত ছিনতাইকারী বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই, দস্যুতার মামলা পাওয়া যায়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত