সিলেট প্রতিনিধি
গরমে পুড়ছে সিলেট। আজ মঙ্গলবার সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বৃষ্টি হলেও আজ সকাল থেকে গরম বাড়তে থাকে। বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এমন আবহাওয়ায় দিনের বেলা দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মানুষজন ঠিকমতো কাজে বের হতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা, যাঁদের তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।
দুপুরে নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রশীদ মিয়া। তিনি বলেন, ‘তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।’
গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।
জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি জাম ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছেন। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন।
আবহাওয়া অফিসের সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আজ বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। আগামীকাল এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আজ রাতে নয়তো আগামীকাল বিকেল থেকে বৃষ্টি হতে পারে।
গরমে পুড়ছে সিলেট। আজ মঙ্গলবার সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বৃষ্টি হলেও আজ সকাল থেকে গরম বাড়তে থাকে। বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এমন আবহাওয়ায় দিনের বেলা দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মানুষজন ঠিকমতো কাজে বের হতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা, যাঁদের তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।
দুপুরে নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রশীদ মিয়া। তিনি বলেন, ‘তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।’
গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।
জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি জাম ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছেন। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন।
আবহাওয়া অফিসের সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আজ বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। আগামীকাল এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আজ রাতে নয়তো আগামীকাল বিকেল থেকে বৃষ্টি হতে পারে।
দিন যত গড়াচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে। এক মাস আগে শুধু শহরকেন্দ্রিক আক্রান্তের সংখ্যা দেখা গেলেও এখন শহর থেকে গ্রামে অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
৩৫ মিনিট আগেগোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউ ও ১৪৪ ধারার সময়সীমা। তবে এ সময় আওতামুক্ত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ।
৩৬ মিনিট আগেসব জেনেশুনে আমরা বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে জিভাল পল্লবী নামে আরেক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। তাঁদের সেই সম্পর্কে বাধা হয়েছি বিধায় যৌতুকের দাবিতে আমাকে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন।
৩৮ মিনিট আগেকক্সবাজারে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। প্রতিবাদে আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে চকরিয়া পৌর শহরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভা
৪৩ মিনিট আগে