Ajker Patrika

গরমে পুড়ছে সিলেট, দেখা মিলল বছরের সর্বোচ্চ তাপমাত্রার

সিলেট প্রতিনিধি
সিলেটে আজ মঙ্গলবার মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
সিলেটে আজ মঙ্গলবার মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গরমে পুড়ছে সিলেট। আজ মঙ্গলবার সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বৃষ্টি হলেও আজ সকাল থেকে গরম বাড়তে থাকে। বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এমন আবহাওয়ায় দিনের বেলা দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মানুষজন ঠিকমতো কাজে বের হতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা, যাঁদের তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।

দুপুরে নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রশীদ মিয়া। তিনি বলেন, ‘তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।’

গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।

জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি জাম ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছেন। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন।

আবহাওয়া অফিসের সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আজ বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। আগামীকাল এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আজ রাতে নয়তো আগামীকাল বিকেল থেকে বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত