প্রতিনিধি, বালাগঞ্জ (সিলেট)
কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।
পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।
আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।
টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।
ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।
কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।
পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।
আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।
টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।
ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৩ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৫ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৮ মিনিট আগে