Ajker Patrika

আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, চিরকুটে লিখেছিল মাহিন 

প্রতিনিধি
আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, চিরকুটে লিখেছিল মাহিন 

শায়েস্তাগঞ্জে (হবিগঞ্জ): ‘আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। সব সময় তোমাদের অবাধ্য থেকেছি। কখনো তোমাদেরকে খুশি করতে পারিনি। লেখাপড়াতেও মন বসে না। জানি না কেন এমন করি।’ 

এমন অনেক অভিমানী কথা লেখা ছিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দশম শ্রেণির ছাত্র মাঈনুর রশিদ মাহিনের (১৫) একটি চিরকুটে। 

গতকাল শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং বাজারের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ছেলেটি অভিমান করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মাঈনুর রশিদ সুতাং বাজারের বাসিন্দা আরব আলীর ছেলে। সে মাধবপুর উপজেলার শাহজীবাজার পল্লি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, শুক্রবার রাত ৯টায় মাহিনদের ঘরের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহিনের মরদেহটি পাওয়া যায়।  

অজয় চন্দ্র দেব বলেন, ‘মরদেহের পাশেই তার হাতে লেখা একটি চিরকুট ছিল। চিরকুটের পুরো পাতাজুড়ে অভিমানপূর্ণ কথা।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত