Ajker Patrika

সাদা পাথরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুসন্তানসহ মা নিহত

সিলেট প্রতিনিধি
সাদা পাথরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুসন্তানসহ মা নিহত

সিলেটের সাদা পাথরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এই তথ্য জানিয়েছেন।

নিহত দুজন হলেন, নরসিংদী সদরের কামারগাঁওয়ের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (৭)। আহত দেলোয়ার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অটোরিকশাচালক সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে সাদা পাথরে বেড়াতে যান। বিকেলে সিলেটে ফেরার পথে খাগাইল এলাকায় বেপরোয়া গতির ট্রাক তাঁদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশাচালক। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মা-ছেলের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত