Ajker Patrika

ব্যারিস্টার সুমনের কাছে হারলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২: ৫৩
ব্যারিস্টার সুমনের কাছে হারলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে ধরাশায়ী হলেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন গঠিত। এই আসনে ৮ জন প্রার্থী ছিলেন। 

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও মাহবুব আলী। ছবি: সংগৃহীতআজ রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন। ঈগল প্রতীক নিয়ে তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

এ ছাড়া অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)। এই আসনের মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫৫৭ ভোট। মোট কেন্দ্র ছিল ১৭৭টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত