Ajker Patrika

মেডিকেলে চান্স পাওয়া গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেট প্রতিনিধি
মেডিকেলে চান্স পাওয়া গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত সিলেটের গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নগরের আম্বরখানার একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। 

অনুষ্ঠানে সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত গোয়াইনঘাটের ছয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন-জুবায়ের আহমদ কামরান, সুরাইয়া জান্নাত, সুন্নাহ আক্তার কনা, শান্তা আক্তার দিনা, সাহাব উদ্দিন, নিশাত তাসনিম। 

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের রোগ নিয়ন্ত্রকের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরে আলম শামীম। 

মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমবিবিএসের প্রথম বর্ষে প্রথম ধাপে কৃতকার্য হতে তোমাদের বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি করে পড়া ছাড়া প্রথম ধাপে কৃতকার্য হওয়ার আর কোনো বিকল্প পথ নেই।’ 

মোহাম্মদ নুরে আলম শামীম বলেন, ‘কোনো পরিস্থিতিতেই হতাশ হলে চলবে না, হাল ছাড়া যাবে না বরং আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে গ্রুপ করে পড়তে হবে, একজন পড়বে অন্যজন শুনবে এভাবে সাফল্য আসবেই। এখানে তোমাদের নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে পাস করতে হবে।’ 

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আল মোহাইমিন, সোনালি ব্যাংক ওসমানি মেডিকেল শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফারুক আহমদ, বাংলাদেশ কৃষি ব্যাংক সালুটিকর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মুছাব্বির, সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সিনিয়র সহসভাপতি সাদিক আহমদ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহানারা আক্তার পারভীন। 

শুরুতেই স্বাগত বক্তব্য দেন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস। এ ছাড়া বক্তব্য দেন–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহানুর সাহান, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাহেরা আফরীন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–মিজানুর রহমান, তারেকুজ্জামান, নাদিম হাসান, সেলিম আহমদ, মিসবাহ আল মামুন, মামুন আহমদ, মামুনুর রশীদ, মইনুল হক, তারেক আহমদ, তুহিন, আকিব, আরিফ, রাজু, জুনেদ, দুলাল, লুৎফুর, তানিম, তাহসিন, মর্তুজ আলী, মামুন, রিয়াদ, সাদিক, আশরাফুল, নাবিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত