Ajker Patrika

মৌলভীবাজারে গ্যাস বন্ধ, ১১ ঘণ্টা পর সরবরাহ স্বাভাবিক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১: ৫৪
Thumbnail image

১১ ঘণ্টা পর মৌলভীবাজারের তিন উপজেলায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এর আগে বুধবার দিবাগত রাতে জেলার কালাপুরে শেভরন গ্যাস ফিল্ড সঞ্চালন লাইনে চাপ কমে ওসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। 

জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডের আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ২টার দিকে জেলার কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডের সঞ্চালন বন্ধ হয়ে যায়। পরে আমরা দ্রুত সময়ে সমস্যার সমাধান করি। আজ দুপুরে সব জায়গায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।’ 

জানা যায়, গতকাল রাত ২টার দিকে শেভরন গ্যাস ফিল্ড সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও সদর উপজেলার ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়ির গ্রাহকেরা দুর্ভোগে পড়েন। ১১ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে আস্তে আস্তে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত