সিলেট প্রতিনিধি
সিলেটে টিলায় নিয়ে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার সড়ারগান এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) ও ড্রাইভার আবদুল করিম (২৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে সব জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে রাবার বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ সার্ভিসে (ওসিসি) নিয়ে আসেন। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাঁকে ওয়ার্ডে নেওয়া হয়।
ভুক্তভোগীর বাবা ও ছোট বোন বলেন, ‘চার দিন আগে রাতে সবাই ঘুমে থাকা অবস্থায় সে বাড়ি থেকে হারিয়ে যায়।
তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সে আমাদের কল দিয়ে বলে, “আমার রক্ত বের হচ্ছে। আমাকে নিয়ে যাও। আমি চা-পাতার বাগানে আছি।” পরে আমরা নির্দিষ্ট জায়গা না জানায় আর যেতে পারিনি। সন্ধ্যার দিকে পুলিশ আমাদের বাড়িতে যায়। আমাদের হাসপাতালে নিয়ে আসে। সে আমাদের জানিয়েছে দুই যুবক তাকে ধর্ষণ করে বাগানে ফেলে আসে রাতে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতকাল রাতেই এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেটে টিলায় নিয়ে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার সড়ারগান এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) ও ড্রাইভার আবদুল করিম (২৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে সব জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে রাবার বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ সার্ভিসে (ওসিসি) নিয়ে আসেন। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাঁকে ওয়ার্ডে নেওয়া হয়।
ভুক্তভোগীর বাবা ও ছোট বোন বলেন, ‘চার দিন আগে রাতে সবাই ঘুমে থাকা অবস্থায় সে বাড়ি থেকে হারিয়ে যায়।
তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সে আমাদের কল দিয়ে বলে, “আমার রক্ত বের হচ্ছে। আমাকে নিয়ে যাও। আমি চা-পাতার বাগানে আছি।” পরে আমরা নির্দিষ্ট জায়গা না জানায় আর যেতে পারিনি। সন্ধ্যার দিকে পুলিশ আমাদের বাড়িতে যায়। আমাদের হাসপাতালে নিয়ে আসে। সে আমাদের জানিয়েছে দুই যুবক তাকে ধর্ষণ করে বাগানে ফেলে আসে রাতে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতকাল রাতেই এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।
১২ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু ওই টাকা থেকে নিজের অংশ দিয়ে কিনেছেন ৩ লাখ টাকার বেশি মূল্যের একটি মোটরসাইকেল। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে গোয়েন্দা...
২১ মিনিট আগেযশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
২ ঘণ্টা আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৭ ঘণ্টা আগে