Ajker Patrika

ভারত যাওয়ার সময় তামাবিল সীমান্তে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি সিলেট প্রতিনিধি
গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানরা মো. নোমান হোসেন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানরা মো. নোমান হোসেন। ছবি: সংগৃহীত

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার সকালে তামাবিল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারত যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. নোমান হোসেন (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নম্বর এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার সকালে তামাবিল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় সেখানে কর্মরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন হিসেবে মো. নোমান হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের কাছ থেকে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার ব্যক্তিকে গোয়াইনঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, ‘ওনাকে বিজিবি থানায় নিয়ে এসেছে। তবে কী কারণে নিয়ে এসেছে সেটা আমরা জানি না। ওসি স্যার আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত